July 27, 2024, 9:36 am

বগুড়ায় ৮৪ তম সাঁজোয়া রিক্রুট ব্যাচ এর শপথ গ্রহণ ও প্যারেড

ষ্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার ১৯ অক্টোবর ২০২৩:৮৪তম সাঁজোয়া রিক্রুট ব্যাচ এর শপথ গ্রহণ ও প্যারেড অনুষ্ঠান আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল, মাঝিরা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি।রিক্রুট ব্যাচ এর সমাপনী অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে সাঁজোয়া কোরে ২৪২ জন পুরুষ রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযুগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান। সেই সাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিযোগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ ছাড়াও অন্যান্য অফিসার, জুনিয়র অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD