July 27, 2024, 5:22 am

ধুনটে গরু চুরি মামলায় আরও ২ জন গ্রেপ্তার

ধুনট প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে এক কৃষকের গরু চুরি মামলায় ভুয়া সাংবাদিকের পর আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) গ্রেপ্তারকৃত আসামিদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকার মৃত মছের মন্ডলের ছেলে জলিল মন্ডল (৫৫) ও মাঠপাড়া দক্ষিনপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে বাবু ওরফে রায়হান (২৮)।

জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর ভোররাতে ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া মধ্যপাড়া এলাকার মৃত রইচ উদ্দিন আকন্দের ছেলে কৃষক আব্দুল লতিফের গোয়ালঘর থেকে একটি গাভিন গরু চুরি হয়ে গেছে। পরে আশপাশের লোকজন খোঁজাখুজির একপর্যায়ে ধুনট বাইপাস মোড় এলাকা থেকে ওই গরুসহ প্রতিবেশী মিনহাজ উদ্দিন মিঠু (৪৩) নামের এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।  গ্রেপ্তারকৃত মিনহাজ উদ্দিন মিঠু মাটিকোড়া মধ্যপাড়া এলাকার মৃত আছাব আলী মন্ডলের ছেলে এবং সে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে মাদক, মারামারি, বিস্ফোরক সহ ১১টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে বগুড়ার শেরপুর শহর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘আজকের শেরপুর’ পত্রিকার ধুনট প্রতিনিধির পরিচয় সম্বলিত একটি আইডি কার্ড উদ্ধার করে পুলিশ। এদিকে ওই মামলায় গ্রেপ্তারকৃত মিনহাজ উদ্দিন মিঠুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী পলাতক আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ১৬ অক্টোবর রাতে তারাকান্দি গ্রাম থেকে গরু চুরির মামলার অপর আসামি জলিল মন্ডল ও বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এক কৃষকের গরু চুরির মামলায় গ্রেপ্তারকৃত প্রথম আসামির স্বীকারোক্তি অনুযায়ী আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD