July 27, 2024, 4:51 am

ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪

যমুনা নিউজ বিডিঃ ভারতের বিহারে দিল্লি থেকে আসামগামী একটি ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন, আহত শতাধিক। বিহারের বক্সারের কাছে রঘুনাথপুর স্টেশনের কাছাকাছি স্থানে বুধবার (১১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টায় ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে।

নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে যাত্রা শুরু করে আসামের গুয়াহাটির কাছে কামাখ্যা যাচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ট্রেনটি তার যাত্রা পথে বিহারের রঘুনাথপুর রেলওয়ে স্টেশন পার হওয়ার পরই হঠাৎ দুর্ঘটনার মুখে পড়ে। এ সময় চারটি বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে পড়ে যায়। ট্রেনের দুটি কোচ একে অপরের ওপরে উঠে যায়। অন্ধকারের কারণে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করতে সমস্যা পোহাতে হলেও রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় ভারেতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ সদস্যরা। গুরুতর আহত যাত্রীদের পাটনার এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

ট্রেনটির দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিক তদন্তের পর ভারতীয় রেল কর্তৃপক্ষ জানায়, ট্রেনের ২১টি বগিই লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে চারটি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD