December 3, 2023, 8:00 am
যমুনা নিউজ বিডিঃ মালির সীমান্তবর্তী পশ্চিম নাইজারে সন্দেহভাজন জিহাদিদের হামলায় ২৯ জন সেনা নিহত হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
টেলিভিশনে প্রচারিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের হুমকি মোকাবিলায় অভিযান চালাচ্ছিল সামরিক বাহিনী। এ সময় শতাধিক সন্ত্রাসী বিভিন্ন বিস্ফোরক ডিভাইস এবং কামিকাজ গাড়ি ব্যবহার করে সেনাদের ওপর হামলা চালায়। হামলায় দুই সেনা গুরুতর আহত হয়। এছাড়া বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়েছে।
এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে জিহাদিরা ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে জিহাদিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে ২০১৫ সালে তারা প্রতিবেশী দেশ নাইজার ও বুরকিনা ফাসোতে ছড়িয়ে পড়ে।
নাইজার, মালি এবং বুরকিনা ফাসোর মধ্যে ত্রয়ী সীমান্ত এলাকাটিতে ইসলামিক স্টেট গ্রুপ এবং আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গিদের সঙ্গে ওই তিন দেশের সংঘর্ষের ঘটনা নিয়মিতই বলা যায়। সহিংসতা তিনটি দেশেই সামরিক শাসনকে উসকে দিয়েছে।