July 27, 2024, 11:24 am

৪০ বছর ধরে অপেক্ষা করছি, আর নয়: এরদোগান

যমুনা নিউজ বিডিঃ ইউরোপের দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে তুরস্ক ৪০ বছর ধরে অপেক্ষা করছে জানিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আর অপেক্ষা নয়।

তিনি বলেছেন, ইইউতে যোগ দিতে আর নতুন কোনো শর্ত বা দাবি তুরস্ক মেনে নেবে না।

সোমবার তুরস্কের নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়ে আমরা সব ধরনের অঙ্গীকার পূরণ করেছি। কিন্তু তারা এখনও আমাদের জোটের অন্তর্ভুক্ত করেনি।

এরদোগানের ক্ষোভের আরও একটা কারণ রয়েছে। গত বৃহস্পতিবার ইউরোপের মানবাধিকার আদালত এক রায়ে তুরস্কের বিষোদগার করেছে। ২০১৬ সালের অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত থাকায় তুরস্ক সম্প্রতি তাকে সাজা দিয়েছে। এরদোগান মনে করেন যুক্তরাষ্ট্রের আশকায় ফতুল্লা গুলেনের অভ্যুত্থান চেষ্টার সঙ্গে ওই শিক্ষক জড়িত আছেন।

এত দিন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে নরম সুরে কথা বললেও সাম্প্রতিক সময়ে সেই অবস্থান থেকে সরে এসেছে তুরস্ক। এর আগে এরদোয়ান বলেছিলেন, ‘(তুরস্ক) বিশ্বাসঘাতকদের এই দলের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবে না।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD