December 3, 2023, 8:20 am
যমুনা নিউজ বিডিঃ গ্রিসে ভেড়ার পাল ভুলবশত ১০০ কিলোগ্রাম গাঁজা খেয়ে ফেলেছে। বিদেশি মিডিয়া অনুসারে, গাঁজাটি একটি গ্রিনহাউসের ভিতরে চিকিৎসায় ব্যবহারের জন্য আবাদ করা হয়েছিল। সেখানে একটি ভেড়ার পাল গ্রিস, লিবিয়া, তুরস্ক এবং বুলগেরিয়ার বন্যা থেকে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।
খবরে বলা হয়েছে, মেষপালক ঘটনার পর জানতে পারেন যে, শত শত ভেড়া অদ্ভুত আচরণ করছে। খামারের মালিক বলেন, ভেড়াগুলো ক্ষেতে সবুজ জিনিস খুঁজে পেয়ে তারা খেয়ে ফেলে। পরে তারা উঁচুতে লাফালাফি করতে থাকে যা সাধারণত দেখা যায় না।
বিদেশি মিডিয়া অনুসারে, ২০১৭ সাল থেকে গ্রীসে চিকিৎসার উদ্দেশ্যে গাঁজা বৈধ করা হয়েছে। চলতি বছর সেখানে প্রথম ঔষধি গাঁজা উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়। মিডিয়া রিপোর্ট অনুসারে, মেডিকেল গাঁজা চাষ গ্রিসের জন্য অর্থনৈতিক সুযোগও তৈরি করেছে।