April 24, 2024, 12:38 pm

হত্যা মামলায় ১৩ বছর আত্মগোপন : অবশেষে গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে হত্যা ও চুরি মামলায় আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে নিজের নাম ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ১৩ বছর আত্মগোপনে থাকা ভোলা (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) রাত ১১টায় নওগাঁ সদরের ছোট যমুনা নদীর হরিপুর বেড়ি বাঁধ থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ভোলা আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের অকিম ওরফে রকিম উদ্দীনের ছেলে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, ২০০৩ সালে আদমদীঘি থানায় ভোলার বিরুদ্ধে একটি হত্যা ও চুরি মামলা হয়। এ মামলায় সে গ্রেফতার হয়ে জেল হাজতে থাকে। ২০০৮ সাথে ভোলা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পলাতক হয়। তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানাজারি হয়। ভোলা নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে মাসুদ নাম ধারণ করে তার স্ত্রী সন্তানসহ নওগাঁ সদরের বক্তারপুর ইউনিয়নের ছোট যমুনা নদীর হরিপুর বেড়ি বাঁধে টিনসেড ঘর নির্মান করে সেখানে দীর্ঘ ১৩ বছর যাবত আত্মগোপনে বসবাস করে আসছিল। গোপন সংবাদের ভিক্তিতে গত শনিবার রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক আবু হাসান ও তারেক ফোর্সসহ অভিযান চালিয়ে ওই স্থান থেকে তাকে গ্রেফতার কর। এদিকে মামলা থেকে বাঁচতে দীর্ঘ ১৩ বছর যাবত তার নাম ও ঠিকানা পরির্বতন করে আত্মগোপনে থেকেও রক্ষা পেলনা পলাতক আসামী মাসুদ ওরফে ভোলা। গতকাল রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD