February 8, 2023, 6:03 pm
তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ১২০০ পিচ এ্যাম্পলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৫ মে) হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকার হাজী ঈমান আলী মার্কেট এর সামনে ঢাকাগামী বাসষ্ট্যান্ডের মহাসড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন রংপুর জেলার পিরগঞ্জ থানার গোবিন্দপুর কানিপাড়া এলাকার মৃত আঃ রশিদের ছেলে মোঃ আশিকুর রহমান (৩২)।
সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী সাংবাদিকদের বলেন , ঢাকাগামী বাসষ্ট্যান্ডে মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে রংপুর হতে ঢাকাগামী শ্যামলী পরিবহন বাসের যাত্রী সেজে মাদক নিয়ে যাচ্ছিলেন।
পরে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।