September 27, 2023, 8:48 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালুতে মাদক বিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাহবুর রহমান মামুন নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। রোববার দুপুরে তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে ওই উপজেলার সারাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ৩৭ বছর বয়সী মামুন কাহালু উপজেলার বুড়ইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বুলু মিয়া। তাকে গ্রেফতারের পর কাহালু থানায় হস্তান্তর করে র্যাব। এ তথ্য নিশ্চিত করেন কাহালু থানার ওসি মো. আমবার হোসেন। তিনি জানান, মামুন একজন মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে