October 11, 2024, 5:30 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় নয় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। রোববার দুপুর পৌণে ১২টার দিকে ধুনটের চরখুকশিয়া সাকিন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চরখুকশিয়া এলাকার জগত জামালের ছেলে আব্দুল জলিল(২২) এবং একই এলাকার মৃত কোরবান আলীর ছেলে আবু বক্কর(৪০)।
এদের মধ্যে বিরুদ্ধে আবু বক্করের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে দুই কেজি গাঁজাসহ জলিল ও আবু বক্করকে গ্রেফতার করা হয়। পরে আবু বক্করের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে মাটির নিচে পুঁতে রাখা ড্রাম থেকে আরও সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বগুড়া ধুনট থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।