July 27, 2024, 4:53 am

বগুড়ায় ওজনে কম দেওয়ায় তিন দই ব্যাবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের সাতমাথায় তিনটি দইয়ের দোকানে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৬৫০ গ্রাম দইয়ে ১২০ গ্রাম পর্যন্ত কম দেওয়ায় দুই মহরম আলী দই ঘর ও চিনিপাতা দই ঘরকে এই জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) সকালের দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই জরিমানা করেন।

অভিযানাকালে চিনিপাতা দই ঘরের দইয়ের মোড়কে ৬৫০ গ্রাম দই লেখা থাকলেও প্রকৃতপক্ষে ৫৩০ গ্রাম পাওয়া যায়। এসময় আলহাজ্ব মহরম আলী দই ঘর এবং আলহাজ্ব মো. মহরম আলী দই ঘরেও লেখা ওজন অপেক্ষা কম পাওয়া যায়। এই অপরাধে চিনিপাতা দই ঘরকে ৭ হাজার, আলহাজ্ব মহরম আলী দই ঘরকে ৬ হাজার এবং  আলহাজ্ব মো. মহরম আলী দই ঘরকে ৫ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জেলা পুলিশের দল সহযোগিতা করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD