July 27, 2024, 1:52 am

সিরাজগঞ্জে একদিনে আরও ৬৪ জনের ডেঙ্গু আক্রান্ত

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এসব ডেঙ্গু রোগীরা জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জেলায় গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৬৪ জন। এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ১৫ জন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন ভর্তি রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫০৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৩৫৮জন। হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে ১৪৪ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে দুজন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD