September 30, 2023, 1:02 pm

চার দিন সাগরে ভাসার পর দুই ট্রলারসহ ২৩ জেলে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ২টি ট্রলারসহ ২৩ জেলেকে উদ্ধার করেছে সাতক্ষীরা বন বিভাগ। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উদ্ধার করা জেলেদের সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মান্দার বাড়িয়া বন টহল ফাঁড়ির ওসি আল আমিনের নেতৃত্বে ভাসমান ‌‘এমভি মা’ ও ‘এমভি নীলা’ নামক ২টি ট্রলারসহ ২৩ জেলেকে উদ্ধার করে।

গত ১৩ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের বাহির মান্দার বাড়িয়া এলাকায় মাছ ধরার সময় ২টি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় তারা সাগরে ভাসতে থাকে জেলেরা জানান।

উদ্ধার হওয়া জেলেরা হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার স্টেডিয়াম রোড সংলগ্ন গোডাউন পাড়া গ্রামের মো. জামাল, মো. শাহিন, মো. শুকুর মিয়া, শহিদ, স্বপন ইসলাম, কালাম, ফজল, রুবেল খান, তরিকুল, সোলাইমান, রুবেল, আরিফ, নুহু, কামাল হাওলাদার, আশিকুল, জামাল, ইমরান, তরিকুল, জাফর হোসেন, লাল মিয়া, ইব্রাহিম, আরিফ ও ইউনুছ।

সাতক্ষীরা রেঞ্জের সহাকরী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সার্বিক বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত জেলেদের কাছে মোবাইলে ম্যাসেজ পেয়ে মান্দারবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা বন বিভাগের উদ্ধারকারী ট্রলার নিয়ে বিকল হওয়া ওই ২টি ট্রলারসহ ২৩ জেলেকে উদ্ধার করে। এ সময় জেলেদের প্রয়োজনীয় চিকিৎসাপত্রসহ খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে জেলেদের নিজ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD