October 4, 2024, 12:43 pm
যমুনা নিউজ বিডিঃ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিউজিল্যান্ড দলের একাংশ ঢাকায় এসে পৌঁছায়।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এশিয়া কাপে রিয়ালিটি চেকের পর এই সিরিজকে ধরা হচ্ছে দলের সীমাবদ্ধতাগুলো পূরণ করার শেষ সুযোগ।
বাংলাদেশের সাথে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড। ১৫ সদস্যের দলের নেতৃত্বভার দেয়া হয়েছে ফার্গুসনের কাঁধে। দলে আরও রয়েছেন ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
তবে টম লাথাম, টিম সাউদি, কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশামদের কেউই থাকছে না এই সিরিজে। দলে নতুন মুখ ডিন ফক্সক্রফট। আরব আমিরাতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল এই অলরাউন্ডারের। সে ম্যাচে ১০ রানের বেশি করতে পারেননি ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
২১ তারিখ মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুদলের বাকি দুই ম্যাচ ২৩ এবং ২৬ সেপ্টেম্বর।