September 30, 2023, 12:48 pm
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গলের হাইল-হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়েছে। পরে কারেন্ট জালগুলো হাওর পাড়ে বিনস্ট কার হয়।
শ্রীমঙ্গল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির জানান, হাওর অঞ্চলে দেশিয় প্রজাতির মাছ সংরক্ষন এবং মা মাছ ও রেনুপোনা নিধন বন্ধে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
মঙ্গলবার শ্রীমঙ্গলের হাইল-হাওরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার। এ সময় উপস্হিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির ও শ্রীমঙ্গল মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং সদস্যবৃন্দ। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা প্রদান করেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জানান, হাওরের মৎস্য সম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ নিধনে কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।