September 23, 2023, 6:15 pm
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী হাতিয়ায় জাল জন্ম নিবন্ধন তৈরির সঙ্গে জড়িত হাবিবুর রহমান (২১) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
আটক হাবিবুর রহমান বুড়িরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে। সে পেশায় একজন কম্পিউটার ও ফটোস্ট্যাট দোকানের মালিক।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী বলেন, হাবিব জাল জন্মনিবন্ধন তৈরি পক্রিয়ার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেছে। তাকে ২০০৪ এর ২১ এর ১ ধারা মোতাবেক একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সে যে ইউনিয়নের আইডি ব্যবহার করে এই কাজ করেছেন তাকেও আইনের আওতায় আনা হবে। আমরা এই বিষয়ে কাজ করছি।