July 27, 2024, 2:01 am

রাজবাড়ী হয়ে ঢাকায় পদ্মা সেতুর ট্রায়াল ট্রেন

যমুনা নিউজ বিডিঃ পদ্মা সেতুর অফিশিয়াল ট্রায়াল ট্রেন রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমালাপুরের উদ্দেশে ছেড়ে গেছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা পৌনে ১১টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে যায় ট্রেনটি। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ঈশ্বরদী থেকে পদ্মা সেতুর ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী স্টেশনে এসে পৌঁছায়।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নতুন এ রেলপথ দিয়ে প্রথম ঢাকা রেলওয়ে স্টেশন থেকে মাওয়া হয়ে ভাঙ্গা স্টেশনে যাবে প্যাসেঞ্জার ট্রায়াল ট্রেন। পরে আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই রেলপথের উদ্বোধন করবেন। পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য প্রায় ১৭২ কিলোমিটার।

স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, মঙ্গলবার রাতে ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী এসে পৌঁছায়। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ট্রেনটি আটটি কোচ ও একটি ইঞ্জিন নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বৃহস্পতিবার রেলমন্ত্রীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় যাবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD