July 27, 2024, 10:04 am

ড. ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার বানানোর ষড়যন্ত্র চলছে: বগুড়ায় খায়রুজ্জামান লিটন

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে বা ইন্ধনে, তাদের প্রেসক্রিপশনে বাংলাদেশ কখনও চলেনি, কখনও চলবেও না। আমার স্বাধীন, আমরা সার্বভৌম।’ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে বগুড়া সদর উপজেলার মানিকচক এলাকায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার বানানোর ষড়যন্ত্র চলছে বলে দাবি করে তিনি বলেন, “ড. ইউনূস সম্পর্কে আবার নতুন করে নড়াচড়া শুরু হয়েছে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইউনূস মুষ্ঠি চাল দিয়ে গ্রামীণ ব্যাংক তৈরি করলেন। অল্পদিনেই তিনি ফুলেফেঁপে বড় হয়ে গেলেন।” তিনি বলেন, ‘পত্রিকায় সার্চ দিলে দেখা যাবে গ্রামীণ ব্যাংকের ঋণ শোধ করতে না পারায় বাড়ির গরু, হালের বলদ, বাড়ির টিন টান দিয়ে ভেঙে নিয়ে চলে গেছে গ্রামীণ ব্যাংক। পশ্চিমা বিশ্বের যারা তাকে সার্টিফিকেট দেয় তখন তো তারা বলেননি এটা অন্যায়। তারা বলে মাইক্রো ক্রেডিট বাংলাদেশের মেয়েদের স্বাবলম্বী করেছে৷ অথচ, আমাদের প্রধানমন্ত্রী নারীদের কল্যাণে একের পর এক যে কাজগুলো করেছেন, যতগুলো ভাতা সরকারিভাবে নারীদেরকে দেয়া হচ্ছে, নারীদের ভাগ্যের যদি পরিবর্তন হয় তাহলে তা শেখ হাসিনার জন্য হয়েছে। এটা ইউনূস সাহেবের জন্য হয়নি, যিনি একটি ব্যাংকের এমডি হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশে বিনিয়োগ করেন।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে, আগামী কেয়ারটেকার সরকারের প্রধান হবেন ড. মুহাম্মদ ইউনূস এবং তার সাথে থাকবে আরো কিছু সুশীল লোকজন যারা কখনও গরীব মানুষের পাশে দাঁড়ায়নি।’ ড. ইউনূসের মামলার বিষয়ে সাম্প্রতিক সময়ে বহিঃর্বিশ্বের প্রতিনিধিদের বিবৃতির বিষয়ে তিনি বলেন, ‘একজন অন্যায় করবেন আর তাকে বাইরের দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকালতির কারণে তাকে নিষ্কৃতি দিতে হবে- এটা তো মামাবাড়ির আবদার হয়ে গেল। ‘ তিনি বলেন, ‘এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে বা ইন্ধনে, যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে বাংলাদেশ কখনও চলেনি, কখনও চলবেও না ইনশা আল্লাহ। আমার স্বাধীন, আমরা সার্বভৌম।’ এসময় তিনি আরো বলেন, ‘১৯৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করে বেগম খালেদা জিয়া বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এখন তারাই বলছেন, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচন করতে চান।’

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকে সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বগুড়া চেম্বারের সহ-সভাপতি মাহফুজুল ইসলাম রাজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুলু মাষ্টার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু, এ্যাড. জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, পৌর আওয়ামীলীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD