July 27, 2024, 1:37 am

চার নারী পেলেন ফজিলাতুন্নেছা মুজিব পদক

যমুনা নিউজ বিডিঃ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে খেলাধূলা, রাজনীতি শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় দুজন এবং গবেষণায় একজনসহ মোট চার নারীর হাতে ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২৩ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পদক তুলে দেন। এবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেয়েছেন রাজনীতিতে এড. সাহারা খাতুন (মরণোত্তর), শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অণিমা মুক্তি গমেজ ও মোছা. নাছিমা জামান ববি, গবেষণায় ড. সেঁজুতি সাহা এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

এ সময় ৬৪ জেলায় অস্বচ্ছল নারীদের জন্য সাড়ে চার হাজার সেলাই মেশিন এবং তিন হাজার নারীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ সহায়তা দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD