May 17, 2022, 3:53 am
কাহালু প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় সাত হাজার লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার দায়ে আরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওই ব্যবসায়ীর গুদাম সিলগালা করা হয়েছে।
বুধবার বেলা ১২ থেকে বিকেল ৩টা পর্যন্ত কাহালু বাজার এলাকায় অভিযান পরিচালন করে বগুড়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অর্থদণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম কাহালু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।