April 27, 2024, 12:42 am

ঈশ্বরদীতে ১৮ হাজার লিটার তেল মজুদের দায়ে জরিমানা

যমুনা নিউজ বিডিঃ পাবনার ঈশ্বরদীতে বিপুল পরিমাণ খোলা সরিষার তেল, খোলা ও বোতলজাত সয়াবিন তেল অবৈধভাবে মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলামের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলার কর্মকারপাড়া এলাকায় শ্যামল পাল নামে এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে ১০ হাজার লিটার খোলা সয়াবিন তেল, সাত হাজার লিটার খোলা সরিষার তেল এবং এক হাজার ২০০ লিটার বোতলজাত সয়াবিন তেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। এ সময় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বোতলজাত তেল ভোক্তাদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD