July 27, 2024, 1:32 am

উত্তরাঞ্চলে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে দেশর অন্যান্য স্থানের মত উত্তরাঞ্চলেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

আমাদের প্রতিনিধিরা জনিয়েছেন-
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শানিজদা মুস্তারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন, কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোহাম্মদ রাকিবুর রহমান, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, সহকারি প্রেগ্রামার মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, সমবায় অফিসার কাজী ফাতেমা তুজ যোহরা প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার (২৩ জুলাই) জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে সহকারি কমিশনার (ভূমি) রুপম দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক প্রাং, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, মেডিকেল অফিসার ডাঃ আওফি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম বেলাল প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৩ জুলাই) বেলা ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে আদমদীঘি উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, প্রানি সম্পদ অফিসার ডা: আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন সাহা, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু প্রমুখ।

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুর হাটে নানা কর্মসুচিতে পালিত হয়েছে পাবলিক সার্ভিস দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন ভবন চত্তরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আনোয়ার পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহীউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি এড. মোমিন আহমেদ চৌধুরী, গোলাম হক্কানী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রাহেলা পারভীন, জেলা মৎস অফিসার সরদার মহিউদ্দীন, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, সেবা গ্রহণকারী সোহাগ মন্ডল, সোহেল রানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD