May 4, 2024, 10:11 am

News Headline :
সুদানে ভয়াবহ খাদ্য সংকট, বেঁচে থাকতে ঘাস ও বাদামের খোসা খাচ্ছে মানুষ ইসরায়েলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের আহ্বান ১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ২ ধাপ পেছালো বাংলাদেশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে সিরাজগঞ্জ কামারখন্দে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত-০১ আহত-০২ সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জনসহ ২১জনের মনোনয়ন দাখিল মার্কিন ভোটারদের প্রায় ৪০ শতাংশ তাদের দেশে গৃহযুদ্ধের আশঙ্কা করছে: জরিপ বগুড়ার এডওয়ার্ড পার্ক উন্নয়ন ও সৌন্দর্য বর্ধণে নাগরিক পরামর্শ ও সভা অনুষ্ঠিত

চাঁদের নামে সব মামলা একসঙ্গে বিচারের নির্দেশ

যমুনা নিউজ বিডিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হওয়া মামলা একসঙ্গে বিচারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বার বার রিমান্ডে নেওয়ার ঘটনায় তার মেয়ের করা রিটের প্রাথমিক শুনানির পর রোববার (১৬ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও মাহফুজুর রহমান মিলন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান (জামান)।

পরে আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, এ আদেশের ফলে ঘটনাস্থল রাজশাহীর পুটিয়া হওয়ায় সব মামলার বিচার রাজশাহীর আদালতে হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান জামান জানান, আবু সাঈদ চাঁদের সব মামলা একসঙ্গে বিচারের যে আদেশ দিয়েছেন, সে আদেশের ব্যাপারে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে নোট দিয়েছি। সিদ্ধান্ত দিলে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে।

রুলে স্থানীয় আদালতের সীমানার বাইরে একই ঘটনায় একাধিক মামলা দায়ের কেন সংবিধানের ৩৫ অনুচ্ছেদ ও ফৌজদারি কার্যবিধির ১৭৯, ১৬৭ ধারার লঙ্ঘন হবে না, জানতে চেয়েছেন হাইকোর্ট।

স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, মামলা সংশ্লিষ্ট জেলার মুখ্য মহানগর হাকিম ও পুলিশ সুপারসহ ২০ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পুটিয়ার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাঈদ চাঁদের নামে মামলা দায়ের করা হয়েছিল গত ২১ মে রাতে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে পুটিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেছিলেন। তবে গত ১৯ মে সমাবেশে হুমকি দিয়েই লাপাত্তা হন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। তাকে হন্যে হয়ে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনার পর ২৫ মে রাজশাহী শহরের কোর্ট ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুর ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে গণমাধ্যমকর্মীদের সামনে চাঁদকে আনা হয় ও গ্রেপ্তারের তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

গ্রেপ্তার পরবর্তী সংবাদ সম্মেলনে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন বলেন, বেলা ১১টার দিকে নগরীর রাজপাড়া থানার কোর্ট ভেড়িপাড়া মোড় দিয়ে পালানোর সময় একটি প্রাইভেটকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল পৌনে ৪টার দিকে তাকে আদালতে তোলা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD