September 24, 2023, 5:04 am
সোনাতলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে এডিপি’র অর্থায়নে উপজেলার দুস্থ ও অসহায়দের মাঝে টিউবওয়েল, ডেউটিন সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ১২ জুলাই (বুধবার) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া স্থানীয় সরকার এর উপ-পরিচালক মাসুদ আলী বেগ।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। এ সময় আরও বক্তব্য দেন পাকুল্লা ইউপি চেয়ারম্যান এ কে এম লতিফুল বারী টিম,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তাহের,সিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হকের সঞ্চলিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, সহকারী কমিশনার(ভূমি) কুরশিয়া আকতার,উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ নাথ সাহা, উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্ডল,আব্দুল আলিম,গোলাম রব্বানী,জাহিদুল ইসলাম মন্ডলসহ অনেকে।