May 18, 2024, 9:51 am

সুরমা নদীর পানি বিপৎসীমার ৯ সে. মিটার উপর দিয়ে প্রবাহিত

যমুনা নিউজ বিডিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জ জেলা শহরসহ বেশ কয়েকটি উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হলেও এখন সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি আজ বৃহস্পতিবার দুপুরে ৯ সে. মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে সুনামগঞ্জ জেলার ছাতকে সুরমা নদী ৯৬ সে. মিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দোয়ারাবাজার, তাহিরপুর বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও শাল্লা এই সমস্ত উপজেলার নিম্নাঞ্চলে এখন পানি বাড়তে শুরু করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে জেলা শহরের সাথে বিশ্বম্ভরপুর ও তাহিপুর উপজেলার সাথে যান চলাচল বন্ধ রয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD