October 3, 2023, 12:58 pm

নড়াইলে শব্দদূষণের অপরাধে ৩ পরিবহনকে জরিমানা

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শব্দদূষণের অপরাধে তিনটি যানবাহনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং সাতটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নড়াইলের যৌথ উদ্যোগে আজ বিকেলে নড়াইল-ঢাকা মহাসড়কের ধোপাখোলা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে তিনটি যানবাহনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাতটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বাস, ট্রাক, কাভার্ড ট্রাক, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনের চালককে সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।

সহকারী পরিচালক কামাল মেহেদি জানান, শব্দদূষণ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD