September 26, 2023, 5:32 am

স্মার্ট বাংলাদেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নাই- ম. আব্দুর রাজ্জাক

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক বলেছেন, উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকায় ভোট দিন। উন্নয়নের প্রতিক, মুক্তিযুদ্ধের প্রতিক নৌকা। নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নাই।

বিশ্বে যে ক’জন সৎ ও দক্ষ প্রধানমন্ত্রী রয়েছেন তাদের মধ্যে জননেত্রী শেখ হাসিনা অন্যতম। তিনি কথা দিয়ে কথা রাখেন, একারনে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামকে শহরে এবং শহরকে আরো সমৃদ্ধ করতে উদ্যোগ গ্রহন করেছে। সরকারের সেই উদ্যোগ সফল করতে স্মার্ট বাংলাদেশ গঠনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করার আহবান জানান।তিনি মঙ্গলবার বিকেলে সারিয়াকান্দি পৌর এলাকা, কামালপুর ইউনিয়নের দড়িপাড়া বাজার, কড়িতলা বাজারসহ বিভিন্ন স্থানে গনসংযোগকালে কথাগুলো বলেন।

এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোস্তফা টুকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুর রাজ্জাক তিতাস, সাবেক কেন্দ্রিয় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাসানুল হক বান্না, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আহসান হাবীব বাঁধন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ নেতা আলিফ মাহমুদ টুকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মন্ডল সজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহান সাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ সহ দলীয় নেতৃবৃন্দ।

এসময় বিভিন্ন স্থানে পথসভা, উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গনসংযোগকালে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় নেতা ম. আব্দুর রাজ্জাক দেশ ও জাতির সমৃদ্ধি প্রত্যাশা ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য সবার দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD