September 28, 2023, 12:28 am
বরিশাল প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করতে মাঠে নেমেছেন বাগেরহাট -৪ আসনের (মোরেলগঞ্জ-শরণখোলা) আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে শরণখোলা উপজেলার রাজাপুর বাজারে ৫ শতাধিক নেতা কর্মী নিয়ে আনুষ্ঠানিক ভাবে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক পেতে দলীয় সমর্থন কামনা করেন। ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, এর আগেও দুবার তিনি দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করে বঞ্চিত হয়েছেন। কিন্তু তিনি হাল না ছেড়ে দলের পক্ষে নিরলস ভাবে কাজ করে গেছেন। তিনি আশাবাদি দলীয় প্রধান এবং মনোনয়োন বোর্ড এবছর তাকে নিরাশ করবেনা। উল্লেখ্য এ আসন থেকে বর্তমান সংসদ সদস্য এ্যাডঃ আমীরুল আলম মিলন দলীয় মনোনয়োন পেতে আশাবাদী।