October 4, 2024, 11:55 am

বুড়িচংয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউসিবিএলের (ব্যাংকের) বৃক্ষ রোপন কর্মসূচি পালন 

সৌরভ মাহমুদ হারুন , কুমিল্লা : সোমবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের চার পাশে শতাধিক ফলজ,  বিভিন্ন প্রজাতির কাঠ  বৃক্ষ রোপন করছে কুমিল্লা  ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংকে পি এল সি  ( ইউসিবিএল)এর  উদ্যোগে। এছাড়া বনজ, ফলজ  এবং  তালগাছ সহ উপজেলার বিভিন্ন সড়কের পাশে স্কুল – কলেজের মাঠে হাজারের অধিক বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির কুমিল্লা শাখার উদ্যোক্তরা জানান সাম্প্রতিক বছর গুলোতে বজ্র পাতে প্রানহানীর সংখ্যা বেড়ে যাওয়ায় এ বচ্ছর সারা দেশে তাল গাছ লাগানো উদ্যোগ এ ব্যাংক জন স্বার্থে গ্রহণ করেছে। কারণ তাল গাছ বজ্রপাত নিরোধে সহায়ক। তাল গাচ ভূমি ক্ষয় ভূমি দস, ভূগর্ভস্থ  পানি মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে এবং মেঘ আকর্ষণ করে বৃষ্টিপাতঘটায়। এ কারণে ইউসিবিএল তাল গাছ রোপনের উপর বিশেষ গুরুত্বরোপ করেছে।
সকালে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে  বুড়িচং উপজেলা  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার  এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ ছামিউল ইসলাম, উপজেলা কৃষি বিদ কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার,  বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈনুল মোর্শেদ মুরাদ,   ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ পাল, কুমিল্লা  ইউসিবিএলের ভিপি ম্যানেজার মোঃ মোক্তার আহমেদ চৌধুরী, ঝাউতলা শাখার ভিপি ম্যানেজার মো: সাইফুল ইসলাম, রাজগঞ্জ শাখার এফ এ ভিপি মোঃ রহমত উল্লাহ, অফিসার শায়েখ আহমেদ ভূইয়া, অফিসার ওসমান  দামিয়েল  সহ কুমিল্লা ইউসিবিএলের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারী এবং  বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD