September 24, 2023, 4:04 am

বগুড়ায় ৫টি আসনে নির্বাচনে অংশ গ্রহণ করবে জামায়াত

ষ্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি আসনের মধ্যে ৫টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ গ্রহণ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতিমধ্যেই ৫টি আসনের প্রার্থী নির্বাচন সম্পন্ন হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা যায়। ইতিমধ্যেই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নেতাকর্মীরা সভা, সমাবেশ, উঠান বৈঠক করে ভোটারদের দৃষ্টি আকর্ষন করছেন। এছাড়াও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা, দান অনুদান ও প্রতিশ্রুতি দিচ্ছেন।

দলীয় সূত্রে জানা যায়, ঢাকায় সমাবেশের অনুমতি পাওয়ার পর জেলায় জামায়াত ধারাবাহিক ভাবে অভ্যন্তরিন বৈঠক করেছেন। সেসব বৈঠকে নির্বাচন সামনে দিকে কর্ম পরিকল্পনা প্রনয়ন এবং জাতীয় নির্বাচনে প্রার্থিতা নির্ধারণ করার বিষয়ে আলোচনা হয়েছে। তৃণমূল পর্যায়ে জামায়াতকে সংগঠিত করারও উদ্যোগ নেওয়া হয়।

বগুড়া সদর উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, জেলার ৭টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। সামনের দিকে আমরা প্রকাশ্যে দলীয় মিটিং মিছিল ও সমাবেশ চালিয়ে যাব। আমরা এখন আসন্ন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুুতি নিচ্ছি।

দলটির দলীয় সূত্রে জানা যায়, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, বগুড়া-২ (শিবগঞ্জ আসনে) দলটির সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতু জামান, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা তায়েব আলী, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দবির উদ্দিন এবং বগুড়া-৬ (সদর) আসনে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলকে প্রার্থী হিসেবে চুড়ান্ত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) ও বগুড়া-৩ (আদমদিঘি-দুপচাঁচিয়া) আসনে এখনও প্রার্থী নির্বাচন করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD