September 26, 2023, 6:33 am

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।

শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে গোবিন্দগন্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালী বালুয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় সম্ভব হয়নি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা ইনচার্জ আমিনুল ইসলাম।

তিনি জানান, গোবিন্দগঞ্জের কাটাখালী এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ করছেন। থানা পুলিশের সাথে স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দিয়েছেন। আহতদের গাইবান্ধা জেলা হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বগুড়া শমেক হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এই চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD