September 27, 2023, 8:25 am

তামিম অবসর ভেঙে ফেরায় উচ্ছ্বসিত মুশফিক

যমুনা নিউজ বিডিঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়ার একদিন পরই ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরই অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তিনি।

এরপরই তাকে স্বাগত জানাতে শুরু করেছেন সতীর্থরা। সেই তালিকায় অগ্রভাগে রয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, এর চেয়ে ভালো খবর আর হতে পারে না। আমরা আবার একসঙ্গে মাঠে খেলব, জানতে পেরে খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ্ নতুন করে সব শুরু হবে। একসঙ্গে আমরা বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দেবো।

বৃহস্পতিবার (৬ জুলাই) হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান টাইগার ড্যাশিং ওপেনার তামিম। ওই দিন দুপুরে চট্টগ্রামে এক হোটেলে সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন তিনি।এতে ক্রিকেটাঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।

বিষয়টি মেনে নিতে পারেনিন সমর্থকরা। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এতে নাখোশ হয়। তামিমের ফিরে আসার জন্য দরজা সবসময় খোলা বলে জানান বিসিবি বস নাজমুল হাসান পাপন।

সেই রেশের মধ্যে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেন তামিম। সেখানে দীর্ঘক্ষণ আলোচনা করে তারা। সঙ্গে ছিলেন লাল-সবুজ জার্সিধারীদের সাবেক কাপ্তান মাশরাফি বিন মুর্তজা এবং বোর্ড প্রধান নাজমুল হাসান। এসময় তামিমের সহধর্মিনীও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD