September 28, 2023, 2:08 am
নাটোর প্রতিনিধিঃ সুইডেনে আল কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা।
শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজের পর মিছিলটি শহরের মাদরাসা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় হরিশপুর বাইপাস মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের আমির ড. মীর মো: নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা আমির ও নাটোর সদর আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মো: ইউনুস আলী, জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রাসেল ও নাটোর শহর আমির রাশেদুল ইসলাম রাসেদ।
বক্তারা বলেন, ‘পৃথিবীর মুসলমানেরা কখনোই পবিত্র কোরআন ও হযরত মোহাম্মদ সা:-এর অবমাননা মেনে নিবে না।’