October 3, 2023, 1:45 pm

কোরআন পোড়ানোর প্রতিবাদ বগুড়ায় ওলামা মাশায়েখ পরিষদের বিশাল মিছিল-সমাবেশ

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ওলামা মাশায়েখ পরিষদ বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজের পর সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন । এর ফলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

জানাা গেছে, সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুলিশের নিকট বাদ জুমা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে প্রতিবাদ মিছিলের অনুমতি চায় শহর জামায়াত। কিন্তু পুলিশ জামায়াতকে মিছিলের অনুমতি না দিয়ে অন্য ব্যানারে কর্মসূচি পালনের মৌখিক অনুমতি দেয়। তাই ওলামা-মাশায়েখ পরিষদ, বগুড়া জেলা শাখা বাদ জুমা বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের জিরো পয়েন্ট সাতমাথা অতিক্রম করে বড়গোলা হয়ে আবারো সাতমাথা হয়ে বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলের সামনের অংশটি যখন বড়গোলা হয়ে আবারো সাতমাথা অতিক্রম করে তখনো মিছিলের পিছনের অংশ সাতমাথা অতিক্রম করেনি।

দীর্ঘ ১০ বছর পর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। উৎসুক জনতা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। জেলা পুলিশের বিপুলসংখ্যক সদস্য মিছিলের সামনে ও পিছনে নিরাপত্তা নিশ্চিত করে।

মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়ার আহবায়ক ও সাবেক শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন, জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়ার প্রধান উপদেষ্টা ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়ার সদস্য সচিব অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ, জামায়াত নেতা অধ্যাপক মাওলানা আ স ম আব্দুল মালেক, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মানছুরুর রহমান, মাওলানা আব্দুল বাছেত ও মাওলানা মমতাজ উদ্দিনসহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র মহাগ্রন্থ আল কোরআন পোড়ানোর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। অচিরেই সুইডেনের সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং কোরআন পোড়ানোর সাথে জড়িতদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD