April 26, 2024, 7:13 pm

বগুড়ায় আগামী এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় আগামী সাতদিন ভারী ও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যেবক্ষক শাহ আলম। তিনি জানান, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বগুড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর প্রভাবে আজ সারাদিন থেমে থেমে হালকা বৃষ্টি এবং রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল ১০ মে থেকে ১৬ মে পর্যন্ত জেলায় থেমে থেমে বৃষ্টিপাতের আভাস পাওয়া গেছে। তিনি আরও জানান, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বগুড়ায় আকাশে মেঘ থাকবে। এ কারণে জেলাজুড়ে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD