September 24, 2023, 4:10 am

বগুড়া শহরে নিত্যপণ্যের বাজারে ভোক্তার অভিযানে পাঁচ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার : বেশি দামে কাঁচামরিচ বিক্রি ও ক্রয় ভাউচার না থাকায় বগুড়ায় পাঁচ ব্যবসায়ীকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে বগুড়া শহরের রাজাবাজার ও রেলগেট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযানে পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ইফতেখারুল আলম রিজভী বলেন, আজ সকালে রাজাবাজার ও রেলগেট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বেশি দামে পণ্য বিক্রি করায় রাজাবাজারে একজন এবং রেলগেটের দুই কাঁচামরিচ ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে রাজাবাজারে দুই মসলা ব্যবসায়ীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD