October 3, 2023, 3:03 pm

জাপান ফুটবলকে বিদায় বলে দিলেন ইনিয়েস্তা

যমুনা নিউজ বিডি: লিওনেল মেসির সাবেক সতীর্থ, বার্সেলোনা এবং স্পেনের ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা বেশ কয়েক বছর ধরেই খেলছেন জাপান ফুটবল লিগে। এবার জাপান ফুটবলকেও বিদায় জানিয়ে দিলেন তিনি।

শনিবার কনসাডেল সাপোরোর বিপক্ষে ম্যাচের শুরুতেই খেলতে নামেন তিনি। এই মৌসুমে প্রথম তিনি শুরুর একাদশে ঠাঁই পান। নিজের ক্লাব ভিসেল কোবের হয়ে এই ম্যাচে ১-১ গোলে ড্র করেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এরপরই জাপান ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন।

মাঠ ছাড়ার সময় চোখের পানি আটকে রাখতে পারেননি। তবে অবসর নিয়ে রেখে দিলেন ধোঁয়াশা, ‘মাঠ থেকে অবসর নিতে চেয়েছি। এই আবেগ নিয়ে পরের সিদ্ধান্ত জানাব।’

বার্সেলোনায় ১৬ মৌসুম কাটিয়ে ২০১৮ সালে জাপানের ভিসেল কোবেতে যোগ দিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। তবে ধীরে ধীরে বয়স বেড়ে যাওয়ায় মাঠেও কম নামা হচ্ছিলো তার। সর্বশেষ ১৮ ম্যাচে কেবল ৯৪ মিনিট মাঠে থাকতে পেরেছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD