October 3, 2023, 3:20 pm

ভোটের মাঠে নিরপেক্ষ থাকবে পুলিশ : ইসি সচিব

যমুনা নিউজ বিডি: নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটের মাঠে নিরপেক্ষ ভূমিকা পালনের নিশ্চয়তা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, আসছে ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হবে এবং একইদিন বেশ কিছু পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে। আমাদের চেষ্টা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা ভোটের মাঠে নিরপেক্ষ থাকবেন।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনটি একদিকে ডিপ্লোম্যাটিক জোন, অপর দিকে অভিজাত এলাকা, একই সঙ্গে বস্তি এলাকাও। এই তিনটি বিষয় মাথায় রেখে ভোট সুষ্ঠু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে কমিশন। এ ছাড়া একইদিনে আরও যেসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে সেখানেও সুষ্ঠু ভোট সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সভা শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, উপনির্বাচন হলেও নিরাপত্তার ক্ষেত্রে এতটুকু ছাড় দেবেন না তারা। নিজেদের নিরপেক্ষতা প্রমাণে শতভাগ নিশ্চয়তা দেন তিনি। এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শতভাগ নিরপেক্ষতা দেখাতে না পারলে নাকে খত দিয়ে চলে যাবেন বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

আওয়ামী লীগ জাতীয় পার্টিসহ আটজন প্রার্থী লড়ছেন এই ভোটে। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)।

উল্লেখ্য, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD