September 26, 2023, 5:20 am

তারুণ্যের সমাবেশের নতুন তারিখ জানালো বিএনপি

যমুনা নিউজ বিডিঃ বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশের পূর্বনির্ধারিত তারিখ পেছানো হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশের দিনে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ কর্মসূচি ঘোষণা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তরুণরা গত এক যুগ ভোট দিতে পারেননি, তাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকাসহ ছয় বিভাগ ও বগুড়া জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। কিন্তু ৪ জুন একই স্থানে একই সময়ে কর্মসূচির ডাক দিয়েছে যুবলীগ।

তিনি বলেন, জিয়ার সৈনিকেরা সংঘাত চায় না। তাই নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আশা করি যুবলীগ তাদের কর্মসূচি পরিবর্তন না করে শুভ বুদ্ধির পরিচয় দেবে। আমরা আর কর্মসূচি পেছাব না।

তিনি আরও বলেন, পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট, ১৭ জুলাই খুলনা ও ঢাকায় সমাবেশ হবে ২২ জুলাই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD