September 26, 2023, 11:19 pm
বাংলাদেশ ব্যাংক বগুড়ায় হলরুমে মঙ্গলবার বিকেলে জেলার বিভিন্ন সংগঠনের নারী উদ্যোক্তাদো নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় নারী উদ্যোক্তাদের ও ব্যাংক লোন কিভাবে সহজ উপায়ে পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ব্যাংকার্স ক্লাব বগুড়ার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে জামানত ছাড়া ঋণ পেতে কি কি করনীয় এসব বিষয়ে বিবিধ সমস্যা এবং প্রশ্নোত্তর প্রদান করেণ বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজজামান দিদার ও মোঃ সরোয়ার হোসেন, বগুড়ায় বিভিন্ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক গণের মধ্যে সোনালী ব্যাংক বগুড়ার জিএম আমিনুল ইসলাম, অগ্রনী বাংকের ডিজিএম শাজাহান আলী মিঞা, রুপালী ব্যাংকের ডিজিএম প্রকাশ কুমার, সাউথ বাংলা ব্যাংকের ম্যানেজার আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানটি স্পন্সর করেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। পরিচালনায় ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জোনাল ম্যনেজার ও ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম। -খবর বজ্ঞিপ্তী