October 3, 2023, 1:21 pm

বগুড়ায় ৫০ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদকে সামনে রেখে বগুড়ায় জাল টাকা কারবারি চক্র সক্রিয় হয়ে উঠেছে।  ১শ, ৫শ, ও এক হাজার টাকার জাল নোট ছাপিয়ে এই চক্র বাজারজাত করছে। চক্রের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে অনেকে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জাল নোটসহ ধরাও পড়ছে প্রতারক চক্রের সদস্যরা।

এই ধারাবাহিকতায় র‍্যাব ১২ বগুড়ার সদস্যরা সোমবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের সামনে থেকে ৫০ হাজার একশ টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করেছে।

রাব সূত্র জানায়, আটক জাল টাকা কারবারির নাম শচীন চন্দ্র (৪৪)। সে গাইবান্ধার খোলাহাটি বেপারী পাড়া এলাকার মৃত রাস মহন্তের  ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সেখানে জাল নোটগুলো বিক্রির জন্য সে এসেছিল। তার কাছে পাওয়া একটি হাত ব্যাগ থেকে ওই পরিমাণ ৫০০ ও ১০০০ টাকার জাল নোটগুলো পাওয়া যায়।

তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্্যাব সূত্র জানায়।

উল্লেখ্য, কোরবানী ঈদের সামনে বগুড়া সহ উত্তরাঞ্চলে জাল নোট কারবারি চক্রের বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে  জাল নোট প্রস্তুতকারী চক্র অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একশ, পাঁচশ  ও হাজার টাকার  জালনোট ছাপিয়ে বাজারে ছাড়ছে। হাত বদলের  মাধ্যমে নোটগুলো কেনাবেচা হয়ে থাকে। ঈদের আগে তারা আরো সক্রিয় হয়ে উঠেছে ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD