September 27, 2023, 7:20 am

আজ থেকে বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন শুরু

যমুনা নিউজ বিডিঃ বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তি শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৬ জুন) দুপুর ১২টা থেকে। আবেদনের শেষ তারিখ ১০ জুন। ভর্তি শেষে ক্লাস শুরু হবে আগামী ১০ জুলাই থেকে।

মঙ্গলবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন।

তিনি জানান, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে। আবেদনের শেষ তারিখ ১০ জুন রাত ১২ টা। আবেদনের ফি জমাদানের শেষ তারিখ ১১ জুন। ভর্তি শুরু হবে আগামী ৩ জুলাই থেকে, ভর্তির শেষ তারিখ ৯ জুলাই। আর ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা- ২০২৩ অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটক এর মাধ্যমে অলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদন ফি শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD