September 26, 2023, 6:46 am

বগুড়ায় আনসার ব্যারাক উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী

সান্তাহার প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে প্রচুর ফসল ফলেছে। বিদেশ থেকে খাদ্য আমদানি প্রয়োজন হবেনা। প্রয়োজন মিটিয়ে আমরা বিদেশে রপ্তানির সম্ভাবনা দেখছি। শনিবার বিকালে বগুড়ার আদমদীঘির সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষনাগার (সিএসডি) ব্যাবস্থাপকের কার্যালয় ও আনসার ব্যারাক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষক বান্ধব শেখ হাসিনা সরকার কৃষকের ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে ধানের দাম ২৮ টাকার পরিবর্তে ৩০ টাকা নির্ধারণ করেছে। চালের দাম ৪৪ টাকা করেছে। প্রতি বিঘায় এবার ২০-৩০ মন ফসল ফলেছে। সার বিদ্যুতের দাম বাড়ার পরও কৃষক লাভবান হয়েছে। এতে কৃষক ও ভোক্তা সবাই খুশি।

সিএসডি ব্যাবস্থাপকের কার্যালয় ও আনসার ব্যারাক উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, সরকার সাড়ে বারো লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করেছে। শতভাগ চুক্তি হয়েছে। ইতোমধ্যে তিন লাখ পঁচিশ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। আশাকরি নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন হবে।

তিনি আরো বলেন, বিগত সাড়ে চার বছর ধরে করোনা মহামারি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ খাদ্য নিরাপত্তায় বাধা হয়ে দাড়িয়েছিলো। বিরোধী পক্ষগুলো লাখ লাখ মানুষ মারা যাবে বলে অপপ্রচার করেছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মারা যায়নি।

ওই দিন বিকালে সিএসডি চত্বরে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সান্তাহার সিএসডির ব্যবস্থাপক হারুন উর রশীদ সঞ্চালনায় সেখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দিনেশ সরকার, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, জেলা খাদ্য নিয়ন্ত্রক নওগাঁর তানভির রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক বগুড়া কাজী সাইফুদ্দিন অভি, সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD