October 13, 2024, 2:17 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভিএম) প্রধান শিক্ষক হিসেবে পদায়ন করা হয়েছে মোহা. মামুন অর রশীদ।
বুধবার (৩১ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পদায়নের বিষয়টি জানা গেছে।
মোহা. মামুন অর রশীদ গত দুই বছর ধরে নওগাঁ কে ডি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি বগুড়া শহরের জলেশ্বরীতলায়। এর আগে তিনি ভিএম স্কুলে ছয় বছর শিক্ষকতা করেছেন।
মামুন অর রশীদ জনান, বগুড়া ভিএম স্কুলে প্রধান শিক্ষক হিসেবে পদায়নের আদেশ পেয়েছি। আগামী সপ্তাহের কোনো একদিন যোগদান করবো।