April 23, 2024, 10:52 am

‘বিজ্ঞান মিথ্যা বলে না, মোদি বলেন’-রাহুল

যমুনা নিউজ বিডিঃ কোভিডে ভারতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া প্রতিবেদনের কথা তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে একহাত নিয়েছেন প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস পার্টি নেতা রাহুল গান্ধী।

শুক্রবার কড়া ভাষায় সরকারকে কটাক্ষ করে এক টুইটে রাহুল বলেছেন, ‘বিজ্ঞান মিথ্যা বলে না, মোদি বলেন।’ প্রিয়জন হারানো পরিবারগুলোকে সম্মান করা এবং তাদের পাশে দাঁড়ানোর তাগিদ দিয়ে রাহুল এই পরিবারগুলোর জন্য বাড়তি ৪ লাখ রুপি ক্ষতিপূরণও দাবি করেছেন সরকারের কাছ থেকে।

বৃহস্পতিবার ডব্লিউএইচওর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ভারতে বাড়তি ৪৭ লাখ মানুষ মারা গেছে। এ সংখ্যা ভারত সরকারের দেওয়া মৃত্যুর হিসাবের চেয়ে প্রায় ১০ গুণ বেশি। ভারতে কোভিডে কতজনের মৃত্যু হয়েছে তার প্রকৃত সংখ্যা মোদি সরকার প্রকাশ করেনি বলেই আগে দাবি করেছিলেন কংগ্রেস নেতা রাহুল। তার মধ্যেই এবার এক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া ওই তথ্য নিয়ে ফের কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD