April 26, 2024, 4:20 pm

এডিবির সঙ্গে ২৩ কোটি ডলারের ঋণ চুক্তি

যমুনা নিউজ বিডিঃ বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প বাস্তবায়নে ২৩ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এজন্য বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে একটি চুক্তি হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সোমবার বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং ঋণ চুক্তি সই করেন। এ ছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. নুরুল ইসলাম সরকার এবং এডিমন গিন্টিং সংশ্লিষ্ট প্রকল্প চুক্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগ, পানিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

প্রকল্পটির মাধ্যমে, ২০২২ সালের বন্যাকবলিত এলাকায় পুনর্বাসন এবং পুনর্গঠন করা হবে। বন্যা-পরবর্তী গ্রামীণ পরিবহন এবং সংযোগ অবকাঠামো, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ অবকাঠামো, কৃষি স্থানান্তর, পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধাগুলো উন্নয়ন করা হবে। চলতি এপ্রিলে শুরু হয়ে ২০২৬ সালের মার্চে শেষ হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি সহায়তা হিসেবে এই ঋণ দেবে এডিবি। ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরের মধ্যে এই ঋণ শোধ করতে হবে। এ পর্যন্ত এডিবি বাংলাদেশকে ২৮ হাজার ৭৪ মিলিয়ন ডলার ঋণ এবং ৫৪১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD