March 29, 2023, 6:56 am
ষ্টাফ রিপোর্টারঃ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে সংগঠনটির নির্বাচন কমিশন।
১৬৮ ভোটারের এই দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মতলেবুর রহমান রাতুল। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ফিরোজ আহম্মেদ বাবু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন গোলাম রসুল (রয়েল)।
এছাড়াও ভোটের মাধ্যমে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম গোল্ডেন, তাজুল ইসলাম, রবিউল ইসলাম ও এম এ রাশেদ।
সহ-সাধারণ সম্পাদক পদে মনির হোসেন, তাজ উদ্দিন আহমেদ সুমন, মো. বুলবুল আহম্মেদ ফারুক, মোশারফ হোসেন ও আবু সাহান রাশেদ জয়লাভ করেন।
এর বাইরে ৮ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন নতুন কমিটিতে। এর আগে, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।
স্বচ্ছতার সঙ্গে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করায় কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রার্থীরা। আগামী ২ বছর বগুড়ার জুয়েলার্স মালিকদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচিতরা।