March 29, 2023, 7:33 am
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।গতকাল রাতে সিরাজগঞ্জ চড়- মালশাপাড়া আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফারকৃত মো. বাবু শেখ (৪০), সিরাজগঞ্জ চড়- মালশাপাড়া আবাসিক এলাকার বাসিন্ধা।
সিরাজগঞ্জ র্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ চড়- মালশাপাড়া আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেনন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জের সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।