October 11, 2024, 12:31 pm

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

ঈশ্বরদী সাহাপুরে , হযরত আরফিন পীর বুড়াদেওয়ান (রহঃ) এর মাজার শরীফে আজ ১লা পৈহেলা বৈশাখে শুরু

মোঃমনির হোসেন: পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর ০৩ নং ওয়ার্ডের মহাদেবপুর কদিমপাড়,হযরত আরফিন পীর বুড়াদেওয়ান ( রহঃ) এর মাজার শরীফে আজ ১ লা পৈহেলা বৈশাখে ১৪২৯-২০২২ইং বৃহস্পতিবার শুরু হয়েছে!

মাজারের আয়োজন বিগত ০২ বসর করনা ভাইরাস এর কারনে মাজারের কার্যক্রম বন্ধ থাকাই ও মাজারের আসে পাশে আনন্দ বিনোদন বিভিন্ন রকম বৈশাখী মেলা না বসাই মাজারে কথা অনেকেই ভুলে গেছেন বলে জানিয়েছেন মাজার কমিটি কর্তৃপক্ষ,মাজার কমিটি পক্ষ আরও জানিয়েছেন আর কোনো করনা বা আর কোন মহামারির আশংকা নাই এখন আগের মতোই প্রতি বসর এভাবেই বাৎসরিক ওরশ মহাফিল চলবে আর কোনো সমস্যা দেখা দেবেনা আশা করে,

সকল শ্রেণির সকল পেষার ছোট্ট বড় যোয়ান বৃদ্ধ সকলেই এই হযরত আলফিন পীর বুড়াদেওয়ান (রহঃ) এর মাজার শরীফে সকলেই আমন্ত্রিত,এই মাজার শরীফ সকলের জন্য অনুমুক্ত এই মাজার শরীফ সবার কারোর আসতে বা যাইতে বা থাকতে কোনো বাধা নাই কারোর কিছু বলার ওনাই এই মাজার সবার অনুমুক্ত মাজার এই বলে সকলের কছে মাজার কমিটি কতৃপক্ষ দোয়া ভালো বাসা চেয়েছেন যেন সুন্দর ভাবে সুন্দর পরিবেশ এই বৈশাখের একটি মাস সকলে মিলে আনন্দের সাথে পাড়ি দিতে পারি,সবাইকে ধণ্যবাদ, আল্লহ হাফেজ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD