March 29, 2024, 10:48 am

খেরসন থেকে ৭ হাজার বিস্ফোরক সরিয়েছে ইউক্রেন

যমুনা নিউজ বিডিঃ ইউক্রেনের খেরসন অঞ্চলের একাংশ থেকে রুশ সেনা প্রত্যাহারের পর ৭ হাজার বিস্ফোরক সরানোর পাশাপাশি নিষ্ক্রিয় করা হয়েছে। আজ শনিবার এ তথ্য জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি বিভাগ।

ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে গত মাসে অঞ্চলটির একাংশ থেকে সেনা সরিয়ে নেয় মস্কো। চলে যাওয়ার আগে প্রচুর মাইন এবং অন্যান্য শক্তিশালী বিস্ফোরক দিয়ে ফাঁদ পেতে যায়।

শহরটি থেকে এসব বিস্ফোরক অপসারণে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইউক্রেনের জরুরি বিভাগের কর্মীরা জানান, তারা ৬০ কিলোমিটার রেলপথসহ বিভিন্ন এলাকায় জরিপ চালিয়েছে। অনেক জায়গায় বিস্ফোরক সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, খেরসন শহর থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেওয়ায় ইউক্রেনের বাসিন্দারা অনেকেই ফিরেছেন। তবে খেরসনসহ আশাপাশের এলাকায় ফিরে আসা লোকদের খুবই সতর্কতার সঙ্গে থাকার আহ্বান জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
খবর দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD